বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইরিশদের ২০১ রানে হারাল দ.আফ্রিকা

আমলা11-555x375ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকার দেয়া ৪১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১০ রানে অল-আউট হয়ে যায় আয়ারল্যান্ড।
ক্যানবেরায় টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় উইকেটে হাশিম আমলা ও ডু-প্লেসিস ২৪৭ রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

হাশিম আমলা  ১২৮ বলে ১৫৯ ও ডু-প্লেসিস করেন  ১০৯ রানে। এরপর পঞ্চম উইকেটে ডেভিড মিলার ও রিলে রোসোউর ঝোড়ো ১১০ রান তুলে দলের স্কোর চারশ’র বেশি নিয়ে যান। রোসোউর মাত্র ৩০ বলে ৬১ ও মিলার ২৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৪ উইকেটে ৪১১ রানে। যা এবারের বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের স্কোর।
এর পর ব্যাট করতে নেমে আফ্রিকান বোলাদের তোপের মুখে পদে আইরিশরা। দলীয় ৪৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। এর পর ব্যালব্রেইন এবং ওব্রানের ব্যাটে কিছুটা প্রতিরোধ করলেও তা বিশাল টার্গেটের সামনে শুধু হারের ব্যবধানই কমেছে।
শেষ পর্যন্ত তরা ২১০ রানে অল-আউট হয়। ব্যালব্রেইন ৫৮ এবং ওব্রান করেন ৪৮ রান। দক্ষিণ আফ্রিকার অ্যাবোট ৪ মরকেল ৩ এবং স্টেইন নেন দুটি উইকেট।
অনবদ্য ১২৮ বলে ১৫৯ রান এবং দুটি ক্যাচ নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন হাশিম আমলা।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি