শ্রীলঙ্কা ৯২ রানের জয়
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ৯২ রানের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দেওয়া ৩৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। পরে ২৪০ রানে অলাউট হয়।
তামিমইনিংসের দ্বিতীয় বলেই স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার বলে বোল্ড আউট হন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।
তামিমের পর ক্রিজে আসেন সৌম্য সরকার। ২৫ রান করে ম্যাথিউসের বলে সাঙ্গাকারার তালুবন্দি হন তিনি।
জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ১ রান নিয়ে আউট হন মুমিনুল হক। সুরঙ্গা লাকমালের বলে স্লিপে মাহেলা জয়াবর্ধনের হাতে ধরা পড়েন তিনি।
স্কোর :
শ্রীলঙ্কা : ৩৩২/১ (৫০ ওভার)
বাংলাদেশ : ২৪০(৪৭ ওভার)
২৯ রান করে রান আউট হন আনামুল হক। ৪৩ বল খেলে ১টি ছয় ও ১টি চারের মার মারেন তিনি।
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে দিলশানের ১৬১ এবং সাঙ্গাকারার ১০৫ রানে ভর করে ৫০ ওভারে ১ উইকেটে ৩৩২ রান সংগ্রহ করে লঙ্কানরা।
অর্ধশতক করার পর রুবেল হোসেনের বলে তাসকিনের হাতে ধরা পরে সাজঘরে ফিরে যান থিরিমান্নে।
ইনিংসের প্রথম ওভারেই উইকেট শিকারের সুযোগ হাতছাড়া করেন বোলার মাশরাফি। স্লিপে ওঠা থিরিমান্নের ক্যাচটি ফেলে দেন ফিল্ডার এনামুল হক।
আফগানদের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় মাচটি।
তাতে লাভ যে বাংলাদেশের হয়েছে সেটাও ঠিক। মাঠে না নেমেই ঝুলিতে ১ পয়েন্ট পুরেছে মাশরাফিরা।
নিজেদের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৯৮ রান হারে শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে তারা।