তিন ক্রিকেটারের স্ত্রী অস্ট্রেলিয়ায় যাচ্ছেন
ডেস্ক রির্পোট : বিশ্বকাপ খেলতে গত ২৫ জানুয়ারি দেশ ছাড়েন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পরিবার-পরিজন ছেড়েই দেশের বাইরে ক্রিকেটাররা। বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। রয়েছেন হোটেল ল্যাংগানে। সোমবার বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। তবে জিম ও সুইমিংয়ে সময় কাটিয়েছেন। মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন মাশরাফিরা। মেলবোর্নে শ্রীলংকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্ত্রী আনার অনুমতি পেয়েছেন তিন ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী মঙ্গলবার অস্ট্রেলিয়ায় পৌঁছবেন।