কসবায় স্কাউট দিবস পালিত
শেখ কামাল উদ্দিন॥ স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল সংক্ষেপে বিপি’র জন্মদিন উদযাপনে গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) কসবায় স্কাউট দিবস পালিত হয়। দিবসটি উদযাপনে উপজেলা স্কাউট বিভিন্ন কর্মসুচী গ্রহণ করে।
সকাল ১০টায় কাব ও স্কাউটদের রচনা প্রতিযোগিতা এবং ১১টায় বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে রচনা প্রতিযোগিতায় ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক মো. সোলেমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া। কাব স্কাউটের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শেখ ফারিহা, ইমাম প্রি-ক্যাডেট স্কুল; দ্বিতীয় স্থান জুবায়ের পুণন, সিডিসি স্কুল; তৃতীয় স্থান জিন্নাতুল জান্নাত পান্না, ইমাম প্রি-ক্যাডেট স্কুল। স্কাউট শাখার বিজয়ীরা হলো; প্রথম স্থান নাজমুন্নাহার শান্তা, কসবা পৌর উচ্চ বিদ্যালয়; দ্বিতীয় স্থান শেখ ফাহিম ফয়সাল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইমাম মুক্ত স্কাউট গ্রুপ; রাইনুল ইসলাম, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়। এটাড়াও ১৪জনকে শান্তনা পুরস্কার দেয়া হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; উপজেলা স্কাউট কমিশনার আয়েশা আক্তার, সম্পাদক মো. আল মামুন ভুইয়া, সহকারি কমিশনার মো. আবদুর রহমান সরকার, কাব স্কাউট লিডার মো. ছফিউল্লাহ (সিএএলটি), সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুল (সি.এ.এল.টি), শিক্ষক নাছিমা আক্তার প্রমুখ।