মাতৃভাষা দিবস উৎযাপন করুন, অনুবাদ সম্প্রদায়টিতে যোগ দিন
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল গতকাল ২১ ফেব্রুয়ারি ‘গুগল ট্রান্সলেট’ সুবিধার মাধ্যমে উদ্যাপন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গুগলের অনুবাদ সেবায় (translate.google.com) যাঁরাই কাল গিয়েছেন, তাঁরাই দিনটি উদ্যাপনের এই বার্তা দেখতে পেয়েছেন। বার্তায় লেখা ছিল, ‘মাতৃভাষা দিবস উৎযাপন করুন, অনুবাদ সম্প্রদায়টিতে যোগ দিন’।http://translate.google.com/community ঠিকানার ওয়েবসাইটে বাংলা ভাষার গুগল অনুবাদে শব্দ বা বাক্য যোগ করে যে কেউ অবদান রাখতে পারেন।