দিল্লিতে এবার গণধর্ষণের শিকার নাইজেরিয়ান পর্যটক
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন নাইজেরিয়ার এক নারী পর্যটক। শুক্রবার মধ্যরাতে তাকে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ৩টার দিকে ৩৫ বছর বয়সী ওই পর্যটককে দিল্লির ময়ূর বিহার এলাকার ডিএনডি টোল প্লাজা থেকে উদ্ধার করা হয়। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পুলিশ টোলপ্লাজায় স্থাপিত ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখেছে যে, হুন্দাই কোম্পানির একটি গাড়ি থেকে চারজন ওই পর্যটককে নামিয়ে দিয়ে যায়।
পুলিশ বলেছে, দক্ষিণ দিল্লির একটি শপিং মল থেকে চার যুবক ওই নারীকে তুলে নিয়ে যায় এবং তাকে অন্তত আধাঘণ্টা পর ওই টোল প্লাজায় নামিয়ে দেওয়া হয়। ওই যুবকদের বয়স ২২ থেকে ২৫ এর মধ্যে।
এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে এবং ময়ূর বিহার থেকে ওই গাড়িটি জব্দ করেছে। নাইজেরিয়ার ওই নারী পর্যটক ভিসায় ভারতে অবস্থান করছেন।
পুলিশের তথ্য মতে ২০১৪ সালে নয়া দিল্লিতে ২ হাজার ৬৯টি ধর্ষণ মামলা হয়েছে। যা আগের বছরের তুলনায় ৩১ শতাংশ বেশী।