বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় আসছেন কাল
ডেস্ক রির্পোট : বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন শনিবার ঢাকায় আসছেন।
শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে ডিক্সন অর্থমন্ত্রীসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।
বাংলাদেশ ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বমূলক সম্পর্ক আরো জোরদার করতেই ডিক্সনের এই সফর। ২০১৪ সালের ১৫ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন তিনি।
এছাড়া সফরকালে তিনি বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ানাধীন প্রকল্পগুলোও ঘুরে দেখবেন।