শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডন-বাংলা চলচ্চিত্র উৎসব

0b550a54d888105c6890284774286b87-Londonবিনোদন প্রতিবেদক : চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডন-বাংলা চলচ্চিত্র উৎসব ২০১৫। বাংলাদেশ ও কলকাতা থেকে মোট ১০টি ছবি উৎসবে অংশ নিতে পারবে।

লন্ডন-বাংলা চলচ্চিত্র উৎসবের দায়িত্বে আছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি নির্মাতা মনসুর আলী। তিনি জানিয়েছেন, উৎসব শুরু হবে এ বছরের সেপ্টেম্বরে। বাংলাদেশ ও কলকাতা থেকে মোট ১০টি ছবি উৎসবে অংশ নিতে পারবে। লন্ডনে যাওয়া-আসা কিংবা থাকার জন্য নির্মাতাদের কোনো খরচ লাগবে না।

লন্ডন-বাংলা চলচ্চিত্র উৎসব ২০১৫ সম্পর্কে জানানোর জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু, চলচ্চিত্র ব্যক্তিত্ব কে এম আর মঞ্জুর, নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।

আবুল মাল আবদুল মুহিত তাঁর বক্তব্যে বলেন, ‘লন্ডনে বাঙালিসহ অন্যরাও আমাদের দেশের ছবি দেখুক। বাংলাদেশের ছবি বিশ্ব মঞ্চে নিয়ে যাওয়ার উদ্যোগগুলো বরাবরই প্রশংসনীয়। আশা করি, উৎসবটি সফল হবে।’

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের পুঁজি ও আয়ের উৎস সংকুচিত হয়ে যাচ্ছে চলচ্চিত্রের বাজারে। পরিবারের সবাইকে নিয়ে যেকোনো উৎসবে বিদেশি দর্শকেরা আমাদের ছবি উপভোগ করলে বাজার বড় হবে। বাংলাদেশের ছবি গোটা বিশ্বে কীভাবে ছড়িয়ে দিতে পারি, সমিতির পক্ষ থেকে সব সময়ই সেই চেষ্টা থাকবে।’

মডেল ও অভিনেত্রী রুহি বলেন, ‘আমার বর মনসুর এ উদ্যোগ নিয়েছে। এ জন্য আমি গর্বিত। বাংলাদেশের বাইরে দুটি উৎসবে গিয়ে দেখেছি, ওপার বাংলার ২৫টি ছবি জমা পড়লেও বাংলাদেশ থেকে ছবি গেছে মাত্র দুটি। আমার বিশ্বাস, এ সংখ্যা বাড়াতে এমন উৎসব কার্যকর ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, মনসুর আলী পরিচালিত ‘একাত্তরের সংগ্রাম’ ছবিতে অভিনয় করেছেন রুহি, আমান খান, এশিয়া আর্জেন্টো, অনুপম খের প্রমুখ। ছবিটি গত বছর মুক্তির আগে ও পরে একাধিক উৎসবে অংশ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, আহত মেয়ে

নাসিরনগরে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত