শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসছে কৃত্রিম হৃদযন্ত্র

102840_heartআন্তর্জাতিক ডেস্ক :আজকাল অনেক কম বয়সী মানুষেরও হৃদরোগ হচ্ছে। চিকিৎসার অগ্রগতির ফলে তাদের সহায়তা করাও অনেক সহজ হয়ে পড়ছে। কিন্তু হৃদযন্ত্র বিকল হয়ে গেলে অঙ্গ প্রতিস্থাপন ছাড়া উপায় নেই। এক কৃত্রিম হৃদযন্ত্র অনেকের প্রাণ বাঁচাতে পারে।

জার্মানিতে তৈরি হচ্ছে বিশ্বের ুদ্রতম কৃত্রিম হৃদযন্ত্র। কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই বহু বছর ধরে সেটি চালু থাকে, কোনো তার না থাকায় সংক্রমণের ভয়ও নেই। অদূর ভবিষ্যতে এটি বাজারে এলে সারা বিশ্বে হাজার হাজার রোগী নতুন জীবন পেতে পারেন। কারণ সে ক্ষেত্রে তাদের আর কারো অঙ্গদানের জন্য অপেক্ষা করতে হবে না।
 
জার্মানির আখেন শহরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরডাব্লিউটিএইচ-এর অধ্যাপক উলরিশ স্টাইনসাইফার ও তার টিম নতুন এই কৃত্রিম হৃদযন্ত্র তৈরি করেছেন। সেই ১৯৯০-এর দশক থেকেই ইনস্টিটিউট অফ অ্যাপ্লায়েড মেডিক্যাল টেকনোলজিতে কৃত্রিম হৃদযন্ত্র নিয়ে কাজ চলছে। বিজ্ঞানীরা এবার সেই হৃদযন্ত্র এত ছোট করতে পেরেছেন, যাতে আরো বেশি মানুষের শরীরে তা ইমপ্লান্ট করা যায়। অধ্যাপক স্টাইনসাইফার বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল, কৃত্রিম হৃদযন্ত্র যেন ৮০ শতাংশ রোগীর শরীরে খাপ খায়। জায়গাটি খুব ছোট হওয়ায় আমাদের কৃত্রিম হৃদযন্ত্রও খুব ছোট আকারের করতে হয়েছে, যাতে সেটি বুকের খাপে স্থান পায়।’
 
 কৃত্রিম অ্যাক্সিয়াল পাম্প
 
এর মূল অংশ হলো একটি পাম্পিং ইউনিট, যেটি পুরোপুরি মানুষের হৃদযন্ত্রের বিকল্পের কাজ করে। সেটি চালায় এমন এক ইঞ্জিন, যা একটি মাত্র অংশ দিয়ে তৈরি এবং যেটি সহজেই চৌম্বক েেত্র নড়াচড়া করতে পারে।
 
আরডাব্লিউটিএইচ আখেন-এর ফেলিক্স গ্রেফ বলেন, ‘এখানে কয়েল দেখতে পাচ্ছি, পেঁচানো কয়েল, আর এখানে কালো চুম্বকগুলো। কয়েলে বিদ্যুত চলাচল শুরু হলে পেন্ডুলামের মতো নড়াচড়া শুরু হয়। ফলে হৃদপিণ্ডের বাম ও ডান চেম্বারের ভেন্ট্রিকল বা নিলয় খালি হয় এবং শরীরে রক্তের চলাচল সৃষ্টি হয়।’
 
কোনো তার ছাড়াই শুধু ত্বকের মাধ্যমে কৃত্রিম হৃদযন্ত্রে বিদ্যুৎ পাঠানো হয়। ত্বকের নীচে তার না থাকায় সংক্রমণও ঘটে না। রোগীর বেল্টে ব্যাটারি বসানো থাকায় হাঁটাচলার ক্ষেত্রেও আর তেমন কোনো বাধা থাকে না। অধ্যাপক স্টাইনসাইফার বলেন, ‘এখান থেকে কৃত্রিম হৃদযন্ত্রে শক্তি পাঠাতে হয়। সমস্যা হলো ত্বকের মাধ্যমে তা পাঠানো হয়। আমরা এ ক্ষেত্রে ‘ইন্ডাকটিভ কাপলিং’ প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ করছি। দুটি কয়েলের মধ্যে একটি ইমপ্লান্ট করা রয়েছে। অন্যটি বাইরে থাকে। ‘ইন্ডাকশন’ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি পাঠানো হয়। এটা সহজেই দেখানো যায়। একটি এলিমেন্ট কাছে আনলেই ডায়ড জ্বলে ওঠে। অর্থাৎ এ ক্ষেত্রে ‘ইন্ডাকটিভ’ প্রক্রিয়ায় বিদ্যুৎ পাঠানো হচ্ছে।’
 
বর্তমানে অঙ্গ প্রতিস্থাপনের সময় পর্যন্ত রোগীর জন্য কৃত্রিম হৃৎপিণ্ড ব্যবহার করা হয়। কিন্তু জার্মান গবেষকরা স্থায়ীভাবে কৃত্রিম হৃৎপিণ্ড ব্যবহার সম্ভব করতে চান। এখনো পর্যন্ত পরীক্ষায় প্রটোটাইপগুলো পাঁচ বছর পর্যন্ত ব্যবহারের উপযোগী বলে প্রমাণ করা গেছে। এই সময়কালে ২০ হাজার কোটিরও বেশি হৃৎস্পন্দন ঘটে। মেরামতি বা ব্যাটারি বদলানোর কোনো প্রয়োজন পড়েনি।
 
হৃৎপিণ্ডের চেম্বারদুটির মধ্যে ‘ফো’ এক গুরুত্বপূর্ণ বিষয়। রক্ত অতি দ্রুত বা অতি ধীরে চলাচল করলে চলবে না। অন্যথায় চেম্বারের ক্ষতি হতে পারে। কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে গবেষকরা রক্তের প্রতিক্রিয়া সিমুলেট করছেন। রক্তের সারফেস ও গতিবিধি ভালো করে পর্যবেক্ষণ করা হয়। অধ্যাপক স্টাইনসাইফার বলেন, ‘আমরা আমাদের কৃত্রিম হৃদযন্ত্রে শুধু ‘অপটিমাইজড সারফেস’ ও উপকরণ ব্যবহার করেছি, যা রক্ত বহনের জন্য বেশ উপযুক্ত। এছাড়া পাম্পিং চেম্বারে রক্ত চলাচলের আদর্শ পরিবেশ সৃষ্টি করা হয়েছে।’
 
রক্ত চলাচলের সিমুলেটরে রক্তের চাপ মাপা হচ্ছে। কৃত্রিম হৃদযন্ত্রের ভিতরের চাপ কোনো সেন্সর ছাড়াই স্থির করা হয়। এক কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে নানা তথ্য জমা পড়ে। তারপর অ্যালগোরিদমের সাহায্যে স্থির হয়, রক্তের চাপ বাড়বে না কমবে। যেমন সিঁড়ি দিয়ে ওঠার সময় আরো অক্সিজেন লাগে বলে পাম্পের গতি বাড়ানোর নির্দেশ আসে।
 
এখনই এই হৃদযন্ত্র সফলভাবে বাছুরের শরীরে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। দুই বছর পর প্রথম বার মানুষের উপর তা পরীক্ষা করা হবে। তখন অঙ্গ প্রতিস্থাপনের বিকল্প হিসেবে এর ব্যবহার শুরু হবে।
 
অধ্যাপক স্টাইনসাইফার বলেন, ‘শরীরের হৃদযন্ত্র দুর্বল হয়ে সার্কুলেশন চালিয়ে যাবার ক্ষমতা হারিয়ে ফেললে এবং প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় হৃদযন্ত্র না পেলে কৃত্রিম হৃদযন্ত্র ব্যবহার করা যেতে পারে, যাতে সার্কুলেশন আবার স্বাভাবিক হয়ে পড়ে।’
 
প্রতিস্থাপনের অপেক্ষায় যারা বসে আছেন, তাদের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ বর্তমানে অন্যের দান করা হৃদযন্ত্র পান না। জার্মানিতে তৈরি কৃত্রিম হৃদযন্ত্র ভবিষ্যতে অনেক মানুষের জীবন বাঁচাতে পারবে।

এ জাতীয় আরও খবর

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, আহত মেয়ে

নাসিরনগরে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আম দিয়ে পাটিসাপটা