নাসিরনগরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
আকতার হোসেন ভুইয়া : জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ রবিবার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে“ জ্বলছে আলো চলছে দেশ আলোকিত বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা সদরের এক বণার্ঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পল্লী বিদ্যুৎ সমিতিরি সহকারী জেনারেল ম্যানেজার(নিপুর) সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গণেশ চন্দ্র মন্ডল,উপজেলা খাদ্য কর্মকতা আবুল হোসেন,সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন,হাজ্বী আবদুল গাফ্ফার, আসাদুজ্জামান চৌধুরী,লিয়াকত আব্বাস টিপু প্রমূখ ।