বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক ক্লিকেই ১০০ বিলিয়ন ফ্রেম!

91381_fastest-camera-041214-655x360আন্তর্জাতিক ডেস্ক :ভাবুন তো একবার, প্রতি সেকেন্ডে ১০০ বিলিয়ান বা ১০ হাজার কোটি ফ্রেম!  হ্যাঁ, এ রকমই একটি ২উ ক্যামেরা তৈরি করেছেন একদল গবেষক। যেখানে মাত্র এক সেকেন্ডেই ১০০ বিলিয়ান ফ্রেম তুলবে ক্যামেরা। ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল গবেষক এ ক্যামেরা তৈরি করেছেন। মেইল অনলাইন এ খবর জানিয়েছে।

 

তারা ক্যামেরাটির এই কাজ করার পদ্ধতির নাম দিয়েছেন ‘কম্প্রেস আল্ট্রাফাস্ট  ফটোগ্রাফি’। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক লিহং ওয়াংয়ের জানান,  এই প্রথম মানুষ ক্যামেরার আলোর কম্পনকে অনুভব করতে

পারবেন।

তিনি জানান, এই শক্তিশালী ক্যামেরাটি ভবিষ্যতে মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপের কাজে লাগানো হবে।