প্রেম করব তোমার সাথে
বিনোদন প্রতিবেদক :প্রেম করব তোমার সাথে! কার সঙ্গে? কে? কীভাবে। সব প্রশ্নের জবাব মিলবে আজ থেকে, দেশের প্রেক্ষাগৃহগুলোয়। কারণ, রাকিবুল আলম রাকিব পরিচালিত প্রেম করব তোমার সাথে ছবিটি মুক্তি পাচ্ছে আজ। এতে অভিনয় করেছেন জায়েদ খান। আজকের কথোপকথন তাঁর সঙ্গে
‘প্রেম করব তোমার সাথে’ নিয়ে আপনার প্রত্যাশা কেমন?
অনেক বেশি। এ পর্যন্ত আমার অভিনীত যত ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে এটি একেবারেই আলাদা। ছবিটি দেখার জন্য দর্শকেরা হলমুখী হবেন বলে আমার বিশ্বাস।
কেমন আলাদা?
এত বেশি পরিশ্রম অন্য কোনো ছবির বেলায় করিনি। মারামারির দৃশ্য করার জন্য শীতের সময় আমাকে কাদার মধ্যে টানা সাত দিন থাকতে হয়েছে। এ ছাড়া ছবিতে মম আছেন, আছেন আনিসুর রহমান মিলন। দুজনই মেধাবী অভিনয়শিল্পী। ছবির গল্প ভালো, গান ভালো। লোকেশনের বৈচিত্র্য আছে। সব মিলে ছবিটি গতানুগতিকের বাইরে।
ছবির জন্য তো বেশ প্রচারণাও চালাচ্ছেন…
হ্যাঁ। আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালিয়েছি। ছবির শিল্পীরা মিলে বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে গিয়ে ছবির গান বাজিয়ে প্রচারণা চালাচ্ছি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছবিটির এক ডজন বিলবোর্ডও টাঙানো হয়েছে।
প্রচারণা ছবির ওপর কতটুকু প্রভাব ফেলবে বলে মনে করেন?
একটা কথা আছে না, প্রচারেই প্রসার। যত বেশি প্রচার হবে, ততই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার আগ্রহ বাড়বে দর্শকের। তবে ছবিতে ভালো কিছু না থাকলে প্রচারের সার্থকতা থাকবে না। প্রথম সপ্তাহেই প্রেক্ষাগৃহ থেকে ছবিটি নেমে যাবে।
নতুন ছবিগুলোর খবর বলুন?
এখন শুটিং করছি রকিবুল আলম রকিবের দুটি ছবি নগর মাস্তান ও প্রিয় বান্ধবী, শাহ আলম মণ্ডলের ভালোবাসা সীমাহীন, মনতাজুর রহমান আকবরের লাভ ইন মালয়েশিয়া, মুস্তাফিজুর রহমানের তোমার প্রেমে পড়েছি ছবির।
সাক্ষাৎকার:শফিক আল মামুন