শনিবার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন
আকতার হোসেন ভুইয়া : দীর্ঘ দশ বছর পর আগামী (শনিবার) ৬ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ নাসিরনগর উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন । সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোঃ ছায়েদুল হক এমপি। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠিতব্য সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এড্যাভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারী। প্রধান বক্তার বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।এদিকে সম্মেলনের তারিখ ঘোষনার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব বিরাজ করছে। কর্মীদের মাঝে এমন সাড়ম্বর আয়োজন নতুন উদ্দীপনা তৈরি করছে । সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের বিকল্প কোন প্রার্থীর নাম শোনা না গেলেও সভাপতি পদে তিন প্রার্থীর নাম মাঠে চাউর আছে। ইলেকশন হবে নাকি সিলেকশন- এ নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন ২০০৪ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল । এরপর ১০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আর সম্মেলন হয়নি। এই সম্মেলনকে ঘিরে প্রাণচাঞ্চ্যলতা বইছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। চলছে নানান জল্পনা কল্পনা। সম্মেলনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা প্রতিদিনই ভিড় করছে উপজেলা সদরে। এ মুহুর্তে কদর বেড়েছে ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ নেতাকর্মিদের। গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন পর্যায়ের নেতাদের ভোটেই গঠন করা হবে উপজেলা আওয়ামীলীগের কমিটি। সভাপতি, সম্পাদক সহ প্রত্যেক ইউনিয়নের ২১ জন হবেন কাউন্সিলার। সেই হিসাবে উপজেলা মোট ভোটার সংখ্যা ২৯৪।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোঃ ছায়েদুল হক এমপির নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক ছাতার তলে ঐক্যবদ্ধ রয়েছেন। সম্মেলনে তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের প্রতিফলন ঘটবে। দলকে সুসংগঠিত করতে যাদের প্রয়োজন তারাই নেতৃত্বে আসবে।