মালয়েশিয়ায় চার চুক্তি, দুই সমঝোতা আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ চারটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠকের পর একটি দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ ইশতেহার ঘোষণা করা হবে বলেও কূটনৈতিক সূত্রে জানা গেছে।
পর্যটন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতায় সমঝোতা স্মারক সই হবে। যাতে ভিসার প্রয়োজনীয়তার ক্ষেত্রে আংশিক ছাড় দেওয়া হতে পারে। সাংস্কৃতিক ও শিল্পকলা ইস্যুতেও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ ও মালয়েশিয়া।
এ ছাড়া ২০১২ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমিক নিয়োগের বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রটোকল সংশোধনীও আনা হবে আজ।
বুধবার স্থানীয় সময় সাড়ে ১০টায় বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ সম্পর্কিত সংলাপে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোটেল গ্র্যান্ড হায়াতের বলরুমে অনুষ্ঠেয় এই সংলাপে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উদ্বোধনী বক্তব্য রাখবেন মালয় সাউথ-সাউথ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজমান হাশিম। এতে মতবিনিময় করবেন মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধিরা । সমাপনী বক্তব্য রাখবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আতিকুর রহমান।
পরে মধ্যাহ্ন ভোজে অংশ নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে বাণিজ্যিক মালয়েশিয়ার রাজধানী পুত্রাজায়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ৩টা নাগাদ পারদানা স্কয়ারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন তিনি। প্রধানমন্ত্রী স্যালুটিং ডায়াসে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এর পরেই রাষ্ট্রীয় অভ্যর্থনা অনুষ্ঠান। এতে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর দুই নেতা গার্ড অব অনার পরিদর্শন করবেন।
বিকেল ৩টা ২৫ মিনিটে দুই প্রধানমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে । পরে পারদানা মিটিং রুমে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিবেন শেখ হাসিনা। সেখানে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পরেই কুয়ালালামপুরে আবাসিক হোটেলে ফিরবেন । বিশ্রাম শেষে সন্ধ্যা সোয়া ৭টায় আবার যাবেন পুত্রাজায়ায়। সেখানে রাত ৮টায় প্রধানমন্ত্রীর বাসভবন সেরি পারদানায় নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। রাত সাড়ে ৯টায় ফের হোটেল গ্র্যান্ড হায়াতে ফিরবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহষ্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টায় ঢাকার উদ্দেশ্যে কুয়ালালামপুর ছাড়বেন ।