জেলা ফুটবল লীগ সুলতানপুর একাদশ ৩-২ গোলে জয়ী
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে শেখ কামাল নিটল টাটা জেলা ফুটবল লীগের শনিবারের খেলায় সুলতানপুর একাদশ ৩-২ গোলে সবুজবাগ ক্লাব মেড্ডাকে পরাজিত করে জয়ী হয়েছে।
৩০ নভেম্বর রবিবার এ লীগ খেলায় প্রতিদ্বন্ধিতা করবে মোহামেডান স্পোটিং ক্লাব বনাম চলন্তিকা ক্রীড়া চক্র ।
জেলা ফুটবল লীগে ১৬ টি দল অংশ নিচ্ছে দলগুলো হচ্ছে বিলকেন্দুয়া একাদশ, রূপসী বাংলা স্পেটিং ক্লাব, মেড্ডা সবুজবাগ ক্লাব, সুলতানপুর একাদশ, প্রভাতী ক্রীড়া সংঘ,কুতুব স্মৃতি ক্রীড়া সংঘ,চলন্তিকা ক্রীড়া চক্র,মোহামেডান স্পেটিং ক্লাব,ঘাটুরা একাদশ,ভোরের আলো একাদশ,গ্যাস ফিল্ডস হাউজিং একাদশ, উলচাপাড়া একাদশ,সেলিম এন্ড ব্রাদার্স, নিউ ইয়াং স্টার ক্লাব,মেরাশানী একাদশ।
লীগ খেলা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ইউসুফ কবীর ফারুক ও সাধারণ সম্পাদক মহিম চৌধুরী।