শোকসভায় সরাইল বিএনপিতে সংঘর্ষ, আহত ৩০
সরাইল উপজেলা বিএনপির নেতা আইয়ুব আলীর শোকসভায় দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ৩০ জন।আজ শুক্রবার সন্ধায় নয়াগাও ইউনিয়নের শেখ আশরাফ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ হয়।তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির নেতা আইয়ুব আলীর শোকসভায় প্রধান অতিথির দাওয়াত দেয়াকে কেন্দ্র করে দুই দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার বিকেলে শোকসভা চলাকালে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের আহত হয় অন্তত ৩০ জন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আরশাদ জানান, পুলিশ গিয়ে সংঘর্ষ থামায়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নাশকতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।