সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের এএসআই’র পিটুনীতে চালক আহত, সড়ক অবরোধ

Brahmanbaria_b_banglanews24_446123615নিজস্ব প্রতিবেদক : শুক্রবার পুলিশের এএসআই বাসের চালককে মারধরের প্রতিবাদে কুমিল্ল¬া-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীর মোড়ে প্রায় এক ঘন্টা অবরোধ করে রেখেছিল শ্রমিকরা। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
জানা যায়, সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটিগামী সিয়াম-সায়মন নামের একটি স্থানীয় বাস কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী এলাকায় যাত্রী তুলছিলেন। ওই সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী তার গ্রামের বাড়ি সদর উপজেলার চিনাইর এলাকায় যাচ্ছিলেন। সাংসদ ও পুলিশের গাড়ি কাউতলী এলাকায় পৌঁছলে নিরাপত্তার (প্রটোকল) দায়িত্বে থাকা সদর থানার এএসআই মেহেদী হাসান গাড়ী থেকে নেমে কিছু না বলেই বাসের চালক হানিফ মিয়া (৩০)কে আঘাত করে মাথা ফাটিয়ে সংসদ সদস্যকে নিয়ে চলে যায়। আহত বাস চালক হানিফ মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস চালকের আহতের খবর ছড়িয়ে পড়লে পরিবহন মালিক সমিতির শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় কুমিল্লা-সিলেট মহাসড়কে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে সকাল সাড়ে ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, এএসআই মেহেদী নিজের গোপালগঞ্জের বাসিন্দা বলে প্রচার করে নানা ধরনের অনৈতিক কর্মকান্ড করে আসছে। গত সপ্তাহেও নিরপরাধ এক ব্যক্তিকে প্রকাশ্যে নৃশংসভাবে নির্যাতন করে হত্যার চেস্টা চালায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার দাপটে স্বভাবের কারনে কেউ কথা বলতে সাহস করেননা। ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় বাস মালিক সমিতির সাধারন সম্পাদক নেয়ামত খান বলেন, স্থানীয় এমপির বাড়ি যাওয়ার সময় সাথে থাকা এএসআই মেহদি বাস চালক হানিফ মিয়াকে মেরে রক্তাক্ত করে। এঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, বাস চালককে মারধরের ঘটনায় বিধি মোতাবেক মেহদীর বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


 

 

এ জাতীয় আরও খবর

কারাদণ্ড থেকে খালাস গিয়াস উদ্দিন আল মামুন

ভোটের অধিকার প্রতিষ্ঠায় নেমেছে ইসি: নাসির

সালমান-আনিসুল-পলকসহ ১৬ জন নতুন মামলায় গ্রেপ্তার

‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’

পুলিশ, র‌্যাব, আনসারের নতুন পোশাক চূড়ান্ত

৪০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: খন্দকার মোশাররফ

বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল

শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা

আজ সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

বাঞ্ছারামপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

এসকে সুরের বাসা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার