সরাইলে অস্ত্রসহ ১ যুবক ও ৪ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি স্বচ্ছল রিভলবার সহ মেরাজ মিয়া (৩৩) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া বুধবার পুলিশ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ি ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার ইসলামাবাদ গ্রামের এক সময়ের প্রবাসী নূর ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন এক সময়ের সড়ক ডাকাত মাদক ব্যবসায়ি ও পরে থানার সোর্স একই গ্রামের জমির মিয়ার পুত্র মেরাজ মিয়া। নূর ইসলাম বর্তমানে গ্রামে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। পুলিশের সোর্স মেরাজ নিজের একটি রিভলবার দিয়ে নূর ইসলামকে ধরিয়ে দেওয়ার ফন্দি আটে। নূর ইসলাম তার বসত ঘরের পেছনে একটি অবৈধ অস্ত্র রেখেছে গত মঙ্গলবার মেরাজ পুলিশকে এমন তথ্য দিয়ে গ্রেপ্তার করানোর ফাঁদ পাতে। গভীর রাতে অর্থাৎ বুধবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নূর ইসলামের বাড়িতে যায়। পুলিশ দেখতে পায় মেরাজ নিজের কোমর থেকে রিভলবার বের করে নূর ইসলামের ঘরের পেছনে রাখার প্রস্তুতি নিচ্ছে। হাতে নাতে ওই রিভলবার সহ মেরাজকে গ্রেপ্তার করে সরাইল থানার এস আই আবদুল আলীম। পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়েছে অস্ত্রটি মেরাজের। এর সাথে নূর ইসলামের কোন ধরনের সম্পৃক্ততা নেই। মেরাজ কৌশলে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। মেরাজ ১৬১ ধারায় অস্ত্রের বিষয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। প্রসঙ্গতঃ গত ১৬ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে ইসলামাবাদ গ্রামে ডাকাতিকালে কলেজ ছাত্রী রত্নাকে কূপিয়ে হত্যা করেছে ডাকাতরা। এ ঘটনায় ওই গ্রামের তিন ডাকাত বর্তমানে জেলহাজতে রয়েছে। এ ছাড়া বুধবার দিনই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এস আই আবদুল আলীম চার মাদক ব্যবসায়ি ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে। এরা হলো- নোয়াগাঁও পূর্ব পাড়ার মৃত ফজর আলীর ছেলে মিরজন আলী মিজান (৪৫), কালিকচ্ছ নন্দি পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মিলন মিয়া (৪৭), বড় গুনারা গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ আলাল মিয়া (২৫) ও নোয়াগাঁও গ্রামের মিজান ফকিরের বাড়ি থেকে মৌলভী বাজা জেলার কমলগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের মোস্তাকিমের ছেলে জাকির হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, মেরাজকে অস্ত্র আইনে ও অপর চারজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আদালতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।