রান আউটে ভাঙল ওপেনিং জুটি
ক্রীড়া ডেস্ক :তামিম ইকবালের দুর্ভাগ্যজনক রান আউটে বাংলাদেশের ওপেনিং জুটি ভেঙেছে। এর আগে অবশ্য তারা ১২১ রানে চমৎকার একটি পার্টনারশিপ উপহার দিয়েছেন। ৩০ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়িয়েছে ১ উইকেটে ১৩৭ রান। এনামুল ৭৬ ও মুমিনুল হক ৭ রানে ক্রিজে রয়েছেন।আজ মিরপুরে তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও এনামুল হক। চট্টগ্রামের পর ঢাকাতেও তারা বড় একটি ইনিংস উপহার দিতে বদ্ধপ্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। কিন্তু সামান্যের জন্য তামিম ইকবাল রান আউট হয়ে যান। তিনি ৪০ রান করেছিলেন, ৬৩ বলে।৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০-এ এগিয়ে রয়েছে। আজ জয় মানে সিরিজ নিশ্চিত করা।