শনিবার সকল তফসিলি ব্যাংক খোলা থাকবে
আগামী ২৯ নভেম্বর, শনিবার করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে দেশের সকল তফসিলি ব্যাংকগুলোর বিভাগীয় ও জেলার প্রধান শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এক প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের এ নির্দেশ দেয়। করদাতাদের সুবিধার্থে এর আগে জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ায়।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে সম্মানিত করদাতাগণের আয়কর জমা দেয়ার সুবিধার্থে চালান ও পে-অর্ডারের মাধ্যমে আয়কর গ্রহণ করার জন্য তফসিলি ব্যাংকগুলোর সব বিভাগীয় ও জেলার প্রধান শাখাগুলো খোলা থাকবে।’