ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার সভাপতি আলী আকবর মজুমদারের ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টি ফোর ডটকমের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া ক্যাবল অপারেটর এসোসিয়েশনের পরিচালক আলী আসিফ গালিব এর বাবা ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ও কৃষি ব্যাংকের সাবেক এজিএম আলী আকবর মজুমদার (৭৪) মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৌলভীপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহে—-রাজেউন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুস সামাদের স্মরণসভা থেকে বাসায় ফিরে অসুস্থতা বোধ করেন। কিছুক্ষণ পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর শহরের পৌর মুক্তমঞ্চে মরহুমের নামাজে জানাজাশেষে শেরপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।