ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে র্যাব ১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা বাজারের মোবারক শাহ্ এর নতুন সিএনজি পেট্রোল পাম্প থেকে উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। পরে উদ্ধারকৃত গাঁজা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।