কসবায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় উপস্থিত ৮৭৯৭জন
নিজস্ব প্রতিবেদক:২০১৪ সালের প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সারাদেশে একযোগে গত রোববার (২৩ নভেম্বর) শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১৭টি কেন্দ্রে মোট ৯০৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয়েছে ৮৭৯৭ জন ও অনুপস্থিত রয়েছে ২৮৯জন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক শিকদার সাংবাদিকদের জানান, উপজেলা প্রশাসন, শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও মাদরাসার শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছু বেশী।