বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার প্রসার ও মানউন্নয়নে ম্যানেজিং কমিটি, অভিভাবক শিক্ষক শিক্ষার্থী এক হয়ে ভ’মিকা রাখতে হবে-লুৎফুন নাহার

brahmanbaria pic = 2ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফুন নাহার বলেছেন, তৃণমূল পর্যন্ত শিক্ষা বিষয়ে সকলের সচেতনতা বৃদ্ধি. শিক্ষার প্রসার, মান উন্নয়ন , শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শৃঙ্খলা রক্ষায়  ম্যানিজিং কমিটির গুরুত্ব অপরিসীম। যথাযথ দায়িত্ব ও আন্তরিকতার সাথে ম্যানেজিং কমিটি ও অভিভাবক সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করলে যুগোপযোগী শিক্ষা তরান্বিত হবে। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সমন্বয়ে মান সম্পন্ন যুগোপযোগী শিক্ষার জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ সফল ভাবে বাস্তবায়ন করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাশ রুমের জন্য প্রয়োজনীয় উপকরণ ও সার্বিক সহায়তা দেয়া হয়েছে। এ সবের যথাযথ ব্যবহারের মাধ্যমে যুগোপযোগী শিক্ষিত জনগোষ্ঠী গড়তে হবে। তিনি ইভটিজিং , বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সকলের সচেতনতা বাড়াতে ভূমিকা রাখার উপর গুরত্বারোপ করেন। তিনি বলেন বাংলাদেশকে ডিজিট্যাল এবং মধ্যম আয়ের দেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, অভিভাবক শিক্ষক সহ শিক্ষার্থীদের এক হয়ে ভ’মিকা রাখতে হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট -২ ( টিকিউআই-২) ইন সেকেন্ডারী এডুকেশন প্রজেক্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার স্কুল ম্যানেজিং  কমিটির সভাপতি, অভিভাবক সদস্যদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মাশালার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে স্থানীয় রামকানাই হাই একাডেমী মিলনায়তনে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভাটাচার্য , বীর মুক্তিযোদ্ধা রামকানাই হাই একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি আমানুল হক সেন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মিল্টন বিশ্বাস। ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন কুমিল্লা টিটিসির সহযোগী অধ্যাপক মাহফুজা খানম, প্রভাষক ফাহমিদা সুলতানা। কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন ম্যানেজিং কমিটির সভাপতি , অভিভাবক সদস্যরা অংশ গ্রহণ করেছে।

 

 

এ জাতীয় আরও খবর

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের

শুক্রবার ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহের আলম মুরাদ গ্রেপ্তার

নবীনগরে  যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমকে বিদায় সংবর্ধনা

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

ভিনগ্রহের প্রাণের অস্তিত্ব, শক্তিশালী প্রমাণ পেলেন বিজ্ঞানীরা

সালাহর পথে হাঁটলেন ফন ডাইক

বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করল ইইউ

মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন নারী