ব্রাহ্মণবাড়িয়ায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রতিনিধি : আওয়ামীলীগ নেতা, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কওমী মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের উদ্যেগে জামেয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিএ রোডের তোফায়েল আজম মনুমেন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আতাউর রহমসানের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা মুজাহিদের পরিচালনা বক্তব্য রাখেন হাফেজ শোয়াইব, মাওলানা তাফাজ্জল, মুফতি এনাম, মাওলানা জোবায়ের প্রমুখ। বক্তরা, দ্রুত লতিফ সিদ্দিকে গ্রেফতার করে বিচারের দাবী জানান অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনার হুমকি দেয়।