নাসিরনগরে ব্র্যাকের হেলথ বিষয়ক অরিয়েন্টেশন সভা
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক উদ্যোগে সোশ্যাল মাকের্টিং ও ইউ এস এইড এর সহযোগিতায় সোমবার উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষকও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে মার্কেটিং ইনোভেশন ফর হেলথ (এম আই এইচ) প্রোগ্রাম ‘নতুন দিন’ বাস্তবায়নের লক্ষে “আঠারো-বিশ-পঁয়ত্রিশ-তিন,আসবে সুখের নতুন দিন” এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রম বিষয়ক এক অরিয়েন্টেশন সভা অনুষ্টিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়ার সভাপতিত্বে ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার মোঃ সাহাবুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের উপজেলা ম্যানেজার মোঃ আশরাফ হোসেন,ইউপি সদস্য আজদু মিয়া , মহিলা সদস্য পুতুল রানী দাস,গুলবাহার বেগম, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ও শিক্ষক হারুন অর রশীদ প্রমূখ। ।