নাসিরনগর উপজেলা যুবলীগের বর্ধিত সভায় অনুষ্ঠিত
উপজেলা সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামী যুবলীগেরর উদ্যোগে সোমবার ১৩টি ইউনিয়ন কমিটির ও ওর্য়াড কমিটির সভাপতি/সম্পাদকের উপস্থিতিতে এক বর্ধিত সভা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফেরদৌস,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোরাম নুর, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান প্রদীপ কুমার রায়, ,জেলা যুবলীগের সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন,এহছানউল্লাহ মাসুদ,যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার,ক্রীড়া সম্পাদক মসিউর রহমান লিটন,জেলা যুবলীগ সদস্য মোঃ জামাল উদ্দিন,শহর যুবলীগ সাধারণ সম্পাদক আল-আমিন,উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম আসাদুজ্জামান চৌধুরী, বশির আল হেলাল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি নাছিরউদ্দিন রানা প্রমূখ। এসময় উপজেলা আওয়ামী যুবলীগের তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য দীর্ঘ এগার বছর পর আগামী ৫ ডিসেম্বর উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।