নাসিরনগরে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সভা
নিজস্ব প্রতিবেক : উপজেলা সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগেরর উদ্যোগে শনিবার ১৩টি ইউনিয়ন কমিটির ও ওর্য়াড কমিটির সভাপতি/সম্পাদকের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বিরুদ্ধে আইন-শৃংখলা অবনতিসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। এবিষয়ে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোঃ ছায়েদুল হক এমপিকে অবগত করার ঐক্যমত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোরাম নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, আওয়ামীলীগ নেতা ও চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,গোয়ালনগর ইউপি চেয়ারম্যান ডাঃ কিরণ মিয়া, ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান গোলাম সামদানী পিয়ারু মিয়া, ভলাকুট ইউপি চেয়ারম্যান বাকী বিল্লাহ জুয়েল,ধরমন্ডল ইউপির সাবেক চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, নাসিরনগর সদর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, কুন্ডা ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান জারু,গুনিয়াউক ইউপির সাবেক চেয়ারম্যান জিতু মিয়া, সুজিত কুমার চক্রবর্তী, জানু মেম্বার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,সাবেক ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী,উপজেলা ছাত্রলীগ সভাপতি নাছির উদ্দিন রানা প্রমূখ। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনসহ তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ৬ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।