ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, শাবিপ্রবি বন্ধ ঘোষণা
ডেস্ক রির্পোট:আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
দুপুরে প্রশাসনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ছেলেদের আজ বিকেল চারটা এবং মেয়েদেরকে আগামীকাল সকালের মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।