জামায়াতের রোকন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল আওয়াল (৫৫) নামে জেলা জামায়াতের এক রোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সদর উপজেলার আটলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর সদর উপজেলার পাঘাচং রেল স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলার তিনি আসামী। তার বিরুদ্ধে দু’টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।