শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিতর্কিত বক্তব্যে অটল এইচ টি ইমাম

86600_h t imamস্টাফ রিপোর্টার:সাম্প্রতিক সময়ে দেয়া বিতর্কিত বক্তব্যে অটল থেকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার বক্তব্যেকে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। যারা এটা করছেন অন্যের দোষ ক্রটি খুঁজে বেড়ানোই তাদের কাজ। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।এ সময় বিতর্কিত মন্তব্যের কারণে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে পদত্যাগ করবেন কি-না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, পদত্যাগের প্রশ্নই ওঠে না। আর বিএনপি এখন বিরোধীদলও নয়, তাদের কথায় কেন পদত্যাগ করব।

বক্তব্যের পর এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী অসুস্থ। তার এখন পূর্ণ বিশ্রাম প্রয়োজন, তাই ওনার সাথে কথা হয়নি।

এ জাতীয় আরও খবর