‘মুন্নাভাই’-এর সার্কিট হতে যাচ্ছে আমির খান ।
বিনোদন প্রতিবেদক :মুন্না ভাই আর তার সাথি সার্কিটকে চেনে না এমন পাবলিক নেহাতেই কম। সবকিছু ঠিক থাকল এবার ‘মুন্নাভাই’-এর তৃতীয় সিরিজে সার্কিটের চরিত্রে অভিনয় করবেন আমির খান। সার্কিটের ভূমিকা থেকে বাদ পরবেন আরশাদ ওয়ারশি। প্রযোজক বিধু বিনোদ চোপড়া তাকে ‘মুন্নাভাই’ সিরিজে নিতে চাইছেন আমির খানকে । যদিও আমিরের তরফ থেকে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি।
আগের দুটি সিরিজের পরিচালক রাজকুমার হিরানীকে এবার পনিচালকের আসনে দেখা যাচ্ছেনা।। এবার সুভাষ কাপুর ‘মুন্নাভাই’-এর তৃতীয় সিরিজের পরিচালক ।
২০০৩ সালে মুক্তি প্রথমবারের মত মুক্তি পেয়েছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। এই ছবির বিপুল জনপ্রিয়তা পাওয়ায় তিন বছর পর তৈরি হয় এর সিকুয়েল ‘লাগে রাহো মু্ন্নাভাই’। যা সাফল্য পায় আরও বেশি । তারপর ২০১১ সালে ‘মুন্নভাই’ সিরিজের তৃতীয় পার্টটি তৈরির পরিকল্পনা শুরু হয়, নাম দেওয়া হয় ‘মুন্না চলে দিল্লী’। তবে মাই নেম ইজ খান এর সাথে এর কাহীনি মিলে যাওয়ায় ছবিটির কাজ আর শুরু করা হয়নি।