শাহজালালে ইস্ত্রির ভেতর থেকে স্বর্ণ উদ্ধার
বিশেষ প্রতিনিধি:শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজে থাকা ইস্ত্রর ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করা হয়ছে। এ ঘটনায় আটক করা হয়েছে হাসিম মোল্লা নামের এক যাত্রীকে।বিমানবন্দর কর্মকর্তারা জানান, শনিবার সকাল পৌনে ৯টার দিকে হাসিম কুয়ালালামপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে তার লাগেজ তল্লাশি করেন শুল্ক কর্মকর্তারা। এ সময় লাগেজে থাকা একটি ইস্ত্রি ভেঙে ২০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার বারগুলোর মোট ওজন দুই কেজি। যার মূল্য প্রায় এক কোটি টাকা। তবে তাৎক্ষনিক তার পরিচয় জানা যায়নি।











