আশুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি বাষির্কী পালিত
ডেস্ক রির্পোট : “দক্ষতা সংস্কৃতি জাতীয় সমৃদ্ধি” এ প্রতিপাদ্য নিয়ে আশুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি,র ৪৪তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) আশুগঞ্জ শাখার উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালী সকালে আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে বের হয়ে এবি ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। পরে এবি ব্যাংক চত্বরে সমাবেশ করে।
সমাবেশে সংগঠনের সভাপতি প্রকৌশলী ওমর খৈয়মের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক প্রকৌশলী দেওয়ান মাজহারুল মনির (পলাশ), যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য আব্দুল হাই, জামানুর রহমান, আব্দুল মোতালেব, প্রচার সম্পাদক আব্দুল মোতালেব প্রমুখ।