নাসিরনগরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বিষধর সাপের দংশনে মোঃ হাসান মিয়া(১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার ফান্দাউক গ্রামের আবদুল কাইয়ুমের পুত্র। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে। এলাকাবাসী ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সে বাড়ির পাশ্ববর্তী চুড়াকড়ি হাওরের জমিতে ধান কুড়াতে গিয়ে ইঁদুরের গর্তে হাত দিলে বিষধর সাপে তাকে কামড় দেয়। বিষয়টি বাড়ির লোকজন জানলে সাপে কাটা রুগীর হাতে বাধন দেয়া হয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে হাসান মিয়া মারা যায়।
ফান্দাউক ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানায় হাসান মিয়াকে কামড়ানো প্রায় সাড়ে তিন হাত লম্বা বিষধর গোবরা সাপটিকে স্থানীয় লোকজন মারতে সক্ষম হয়েছে।