কসবায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড, ৪ কেজি গাঁজা ধ্বংস
শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার (১২ নভেম্বর) দুপুরে শিপন মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর নির্বাহী হাকিম মুহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে জব্দ করা ভারতীয় ৪ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে।
দণ্ডিত শিপন মিয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা গ্রামের নুরুল ইসলামের পুত্র। ভ্রাম্যমান আদালত ও বিজিবি সূত্রে জানা গেছে; সৈয়দাবাদ-নয়নপুর সড়কের কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের গ্রীসনগর এলাকায়। বুধবার সকালে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) একটি সিএনজি চালিত অটোরিক্্রায় অভিযান চালিয়ে ভারতীয় ৪ কেজি গাঁজাসহ শিপন মিয়াকে আটক করে। দুপরে উপজেলা নির্বাহী অফিসার নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে শিপন মিয়াকে এক বছরের বিনাশ্রম দণ্ড দেন। এ সময় উপজেলা পরিষদের মাঠে জব্দ করা ৪ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন; ভ্রাম্যমান আদালতে শিপন মিয়া মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ ধারা মোতাবেক শিপন মিয়াকে এক বছরের বিনাশ্রম দণ্ডিত করে পুলিশের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করেন।