নবীনগরে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা
আবু কামাল খন্দকার : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিএনপি কমিটি বাতিলের দাবিতে দলের একাংশের নেতা/কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বুধবার (৫/১১) সন্ধ্যায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, ও কৃষকদলের একাংশের নেতা/কর্র্মীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল পদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সভার রফিকুল ইসলাম দেনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সাবেক পৌর প্রশাসক মো. মলাই মিয়া। বক্তব্য রাখেন আঃসাত্তার, খোরশেদুল ইসলাম লিটন, হাবিবুর রহমান হেলাল, আসাদুজ্জামান দুলাল, অইনুল, ফরুক, প্রমূখ ।