৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা
আগামী ৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় শহরের জেল রোডস্থ সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জাতীয় বিপ্লব ও সংগতি দিবসের তাৎপর্য উপলক্ষে জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আলোচনা সভাকে সর্বাত্মক ভাবে সফল করার জন্য উদাত্ত্ব আহ্বান জানান জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন।
পাশাপাশি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকাল ৬ টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। অনুরুপ কর্মসুচি পালনের জন্য প্রত্যেক উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।