শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সেরা সালমান-প্রিয়াঙ্কা

bdf917a8846ecf9a520ec21fad678b2e-Salman-priyankatttttবিনোদন প্রতিবেদক :ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার উদ্যোগে প্রতি মাসে বলিউডের সেরা অভিনেতা-অভিনেত্রীর তালিকা প্রকাশ করা হয়। সম্প্রতি গত সেপ্টেম্বর মাসের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় শীর্ষস্থান দখল করেছেন দাবাং তারকা সালমান খান এবং বলিউডের অভিনেত্রী, গায়িকা ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।

বলিউডে সেরা সালমান-কারিনা

তারকাদের বক্স অফিস সাফল্য, খবরের শিরোনাম হওয়ার সামর্থ্য, পণ্যের দূতিয়ালিতে সাফল্য, জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয় প্রতি মাসে। ৬০টির বেশি পত্রিকা এবং ২৫০টিরও বেশি টেলিভিশন চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করে বলিউডের সেরা তারকাদের তালিকা প্রস্তুত করা হয়।

সেপ্টেম্বর মাসের তালিকায় বলিউডের অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন সালমান খান। তাঁর পরেই আছে কৃশ তারকা হৃতিক রোশনের নাম। আর তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন যথাক্রমে বলিউড বাদশাহ শাহরুখ খান ও খিলাড়ি তারকা অক্ষয় কুমার। পঞ্চম অবস্থানে রয়েছেন ‘খুবসুরাত’খ্যাত বলিউডের নবাগত অভিনেতা ও পাকিস্তানি গায়ক, মডেল, অভিনেতা ফাওয়াদ খান। সেরা দশে ঠাঁই পাওয়া বাকি অভিনেতারা হলেন অমিতাভ বচ্চন, শহিদ কাপুর, অর্জুন কাপুর, আদিত্য রয় কাপুর ও রণবীর কাপুর।

কারিনাকে সরিয়ে বলিউডে সেরা ক্যাটরিনা

সেরা অভিনেতার তালিকায় আরও ঠাঁই পেয়েছেন আমির খান, সাইফ আলী খান, অভিষেক বচ্চন, অনুপম খের, রণবীর সিং, বরুণ ধাওয়ান, এমরান হাশমি, ইমরান খান, ইরফান খান, বোমান ইরানি প্রমুখ।

বলিউডের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর পরের অবস্থানে আছেন হ্যাপি নিউ ইয়ার তারকা দীপিকা পাড়ুকোন। আর তৃতীয় স্থান দখল 

বলিউডে সেরা সালমান-দীপিকা

করেছেন ব্যাং ব্যাং তারকা ক্যাটরিনা কাইফ। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন পরিণীতি চোপড়া। আর সেরা দশে নিজেদের জায়গা দখল করে নিয়েছেন কারিনা কাপুর খান, শ্রদ্ধা কাপুর, জুহি চাওলা, আলিয়া ভাট ও ইয়ামি গৌতম।

সেরা অভিনেত্রীদের তালিকায় আরও আছেন মাধুরী দীক্ষিত, বিপাশা বসু, আনুশকা শর্মা, শিল্পা শেঠি, সানি লিওন, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনাক্ষী সিনহা, কারিশমা কাপুর, কাজল, জ্যাকুলিন ফার্নান্দেজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মেট্রোরেলে এক দিনে ৪ লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড

বাবা হচ্ছেন পরমব্রত, ৫ মাসের অন্তঃসত্ত্বা পিয়া

উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ

মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ছেন ইহুদিরা

চ্যাম্পিয়নস ট্রফির খেলা দেখা যাবে যেভাবে

পূর্ব শত্রুতার জেরে পল্লবীতে ভাই-বোন গুলিবিদ্ধ

আরও ১১৯ অবৈধ ভারতীয় নিয়ে আজ নামছে দ্বিতীয় মার্কিন বিমান!

ভারতীয় ভিসা নবায়নে কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র

জুলাই গণ-অভ্যুত্থানের ছবি-ভিডিও আহ্বান, নিরাপত্তা ইস্যুতে যা বলল পুলিশ

হজের জন্য বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে আদানি নিয়ে প্রশ্ন করতেই যেভাবে এড়িয়ে গেলেন মোদি

তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস