নবীনগরে একই দিনে মাদক সম্র্রাটের ভাই খুন ,এক কিশোরীর লাশ উদ্ধার
আবু কামাল খন্দকার : উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মাদক সম্র্রাট মুন্নাফ মিয়ার ভাই মানিক মিয়া (৪৫) রবিবার সকালে এলাকার লোকজনের হামলায় খুন হয়। এছাড়াও একই দিনে পৌর এলাকার যোগীদারা খালের ব্রীজের উত্তর পাশ থেকে সনীয়া (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ।
সংশ্লীষ্ট সূত্রে জানা যায়, নুরজাহানপুর গ্রামের মাদক সম্র্রাট নামে পরিচিত মুন্নাফ মিয়ার বাড়িতে এলাকার লোকজন হামলা চালিয়ে বড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় তাদের হামলায় মুন্নাফ মিয়ার ভাই মানিক মিয়া (৪৫) টেটাবিদ্ধ হয়ে খুন হয় এবং স্ত্রী আনোয়ারা বেগম (৩০), ছেলে সুমন (১৪) ও শকিল (১৭) আহত হয়। অপরদিকে রোববার সকালে পৌর এলাকার যোগীদারা খালের ব্রীজের উত্তর পাশ থেকে সনীয়া (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। সে ডুলাবাড়ি গ্রামের মো: বাতেন মিয়ার মেয়ে। তবে তার মৃত্যু নিয়ে পুলিশ সুস্পষ্টভাবে কিছু বলতে না পারলেও, পাশবিক নির্যাতনের পর তাকে খুন করা হতে পারে বলে এলাকাবাসী ধারনা করা করছেন।
এ ব্যাপারে এস.আই আবেদ আলী জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন তবে ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।