সাংবাদিক আউয়ুব’র মায়ের মূত্যুতে শিউলি আজাদ’র শোক
আমাদের ব্রাহ্মণবাড়িয়া অক্টোবর ৩০, ২০১৪
নিজস্ব প্রতিবেদক : আরটিভির স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম আইয়ুব মা জাহানারা বেগম মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আওয়ামীলীগ নেত্রী উম্মে নাজমা বেগম শিউলি আজাদ। এসময় এক শোক বার্তায় তিনি মরহুমার আত্্রার মাগফেরাত কামনা করেন।