আরটিভির স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম আইয়ূবের মাতার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥আরটিভির স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম আইয়ুব এর মাতা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……..রাজিউন)। বৃহস্পতিবার দুপুর অনুমান সাড়ে তিনটার দিকে পৈরতলার নিজ বাসবভনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারনে রোগে ভোগছিলেন। তার মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা মরহুমার নামাজে জানাজা দক্ষিণ পৈরতলা হযরত শেখ জালাল মাজার মাঠে অনুষ্ঠিত হয়ে মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা ও সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জামি, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক পীযূষ কান্তি আচার্য ও সদস্য সচিব জাবেদ রহিম বিজন, আশুগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি সেলিম পারভেজ ও সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির মরহুমার মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।