বিজয়নগরে মাদকের মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২
প্রতিনিধি॥শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকের মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ভোর রাত প্রায় সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রাম থেকে মাদকের মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খলিলুর রহমান (৪২) কে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত এলু মিয়ার পুত্র। অন্যদিকে একই সময়ে মাদকের মামলায় পলাতক আসামী সাদ্দাম হোসেন (২৫) কে তার শ্বশুরবাড়ি হরষপুর গ্রাম থেকে গ্রেফতার করে। সে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কিলাতলা গ্রামের হারুন মিয়ার পুত্র। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।