বিজ্ঞানী আর্কিমিডিসের ইউরেকা ও ন্যাংটো দৌড়!
বিনোদন প্রতিবেদক :গ্রিসের একনায়ক রাজা হিয়েরো (ঐরবৎড়) বিজ্ঞানী আর্কিমিডিসকে জানালেন যে, তার সন্দেহ হচ্ছে যে তার সদ্য বানানো রাজ মুকুটে স্বর্ণকার সোনা চুরি করেছে। সোনার বদলে সম্ভবত স্বর্ণকার রূপা মিশিয়ে একই ওজনের মুকুট সাপ্লাই দিয়েছে। আর্কিমিডিসকে বিষয়টি প্রমাণ করার দায়িত্ব দিলেন রাজা। তখন পরীক্ষা- নিরীক্ষার জন্য কেমিক্যাল ব্যবহারের সুযোগ ছিল না। চিন্তায় পড়ে গেলেন আর্কিমিডিস। একদিন গোসল করার সময় পানিভর্তি বাথটাবে বসে লক্ষ্য করলেন-ঠিক তার শরীরের সমান পরিমাণ পানি বাথটাব থেকে উপচে পড়েছে এবং শরীর ওজনে হালকা হয়ে গেছে। তিনি আরও লক্ষ্য করলেন, যে জিনিসের ঘনত্ব যত বেশি, সে জিনিস তত বেশি পানি উপচিয়ে ফেলে এবং ভিন্নভিন্ন জিনিসের পানির নিচে ওজনে কম-বেশি হয়। খাঁটি সোনার ঘনত্ব রূপার চেয়ে বেশি। অতএব, রাজার এই সন্দেহজনক মুকুটের ডিজাইনের খাঁটি সোনার তৈরি মুকুট নকলটার চেয়ে বেশি পানি উপচে ফেলবে আর পানিতে দুইটার ওজনও কম- বেশি হবে। সমাধান পেয়ে গেলেন আর্কিমিডিস। বাথটাব ছেড়ে খালি গায়ে ন্যাংটো হয়ে মেইন রাস্তায় নেমে দৌড়াতে লাগলেন। চিৎকার করে বলতে লাগলেন- ‘ইউরেকা, ইউরেকা!’ যার অর্থ- ‘পেয়ে গেছি, পেয়ে গেছি!’ ন্যাংটো হয়ে রাজপ্রাসাদের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন নতুন তত্ত্বের আবিষ্কারক মহাবিজ্ঞানী আর্কিমিডিস। সময়টা ছিল খ্রিষ্টপূর্ব ৩০০ বছর!