আশুগঞ্জ উপজেলা যুবলীগ’র আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : গত ১৯ অক্টবর ঘোষিত ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবলীগ কমিটি বাতিলের দাবীতে আজ শুক্রবার বেলা ১১টায় বঞ্চিতরা আশুগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে বিভ্ন্নি সড়ক প্রদক্ষিন করে ঢাকা-সিলেট মহা সড়কের আশুগঞ্জ রেলগেইট এলাকায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী মো.ফিরোজ মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদ,যুবলীগের সাবেক সাধারণ সম্পাদত মনির সিকদার,যুবলীগ নেতা মো.ইলিয়াস,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায় শাহিন সিকদার,যুগ্ম আহবায়ক সালাউদ্দিন,যুবলীগ নেতা মো. সুমন মিয়া,মো.ইলিয়াস,আলমগীর হোসেন ফরহাদ,মো.বাছির মিয়া প্রমুখ।
বক্তারা বলেন,কেন্দ্র থেকে সদ্য ঘোষিত আশুগঞ্জ উপজেলা যুবলীগের অরাজনৈতিক ও অবৈধ কমিটি ২৮ অক্টবরের মধ্যে বাতিল করা না হলে ২৯ অক্টোবর থেকে আশুগঞ্জে হরতালসহ কঠোর কর্মসুচী দেওয়া হবে।