রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীর পথে খালেদা জিয়া

nilphamaryনীলফামারীর জনসভার উদ্দেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা ঢাকা থেকে আজ বুধবার বিকেল সোয়া ৪টায় সড়ক পথে রওনা হয়ে বগুড়া পৌঁছেছেন। যাত্রাপথে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
তিনি বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে রাত্রি যাপন করেন। বেগম খালেদা জিয়ার গাড়িতে ছিলেন ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান এবং গাড়িবহরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অন্যান নেতাকর্মীরা।

আগামীকাল বৃহস্পতিবার সকালে বগুড়া থেকে সড়ক পথে নীলফামারী উদ্দেশে রওনা দিবেন বেগম খালেদা জিয়া। নীলফামারির বড়মাঠে ২০ দল আয়োজিত পূর্ব নির্ধারিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ জনসভায় সভাপতিত্ব করবেন নীলফমারী জেলা বিএনপির সভাপতি আরেফিন চৌধুরী।
 
এদিকে বেগম খালেদা জিয়া সড়ক পথে বগুড়ায় রওনা হওয়ার পর তার গাড়ি বহর ঢাকার উত্তরায় পৌঁছলে ফুলের সংবর্ধনা প্রদান করা হয়। ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর এলাকার সংবর্ধনা জানান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান উদ্দিন সরকার, টাঈাইলে বিএনপিরসহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঈাইল বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহম্মেদ আলম খান, সাধারণ সম্পাদক সামসুল আলম তোফা, সিরাজগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম পথে মধ্যে খালেদা জিয়াকে ফুলেল সংবর্ধনা জানান।
 
এছাড়া রাতে বগুড়া সার্কিট হাউজে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানাসহ দলের নেতাকর্মীরা। এর আগে শেরপুর ও শাজাহানপুরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতবৃন্দ।
 
খালেদা জিয়ার আগমনে বগুড়ায় বিভিন্নস্থানে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়। এ ছাড়া সড়কের দুপাশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড, ব্যানার টানানো হয়েছে।
 
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম জানান, দলীয় চেয়ারপারসনের বগুড়ায় সুস্থ্যভাবে পৌঁছেছেন। তাকে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় নীলফামারির পথে রওনা হবেন।

 

এ জাতীয় আরও খবর

অমিতাভের নাতিকে জড়িয়ে ধরলেন রেখা, তারপরই চোখে জল

আমলকী খেলে কি চোখ ভালো থাকে?

ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ৩১৬

বেনাপোল বন্দর দিয়ে ২৫ দিনে এলো ৩৩২০ টন চাল

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের শেষ রক্ষা হলো না

অবৈধ অভিবাসন: ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

সোনার দাম কমলো, ভরি ১৩৮৪৯৮ টাকা

যারা হলে ছাত্ররাজনীতি চায় না, তারা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে

সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুযোগ পেলেন বিচারকরাও

গুমের ঘটনায় হাসিনার সম্পৃক্ততা রয়েছে, র‍্যাব বিলুপ্তির সুপারিশ

শৈত্যপ্রবাহ থাকলেও রোববার থেকে বাড়তে পারে দিনের তাপমাত্রা