স্যানিটেশন মাস উপলক্ষে নাসিরনগরে র্যালী ও সভা
সংবাদদাতা : জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে “স্যানিটেশনে অভ্যাস করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্যানিটেশন বিষয়ক এক আলোচনা সভা উপজেলা নিবার্হী কর্মকর্তার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রুপক মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, প্রধান শিক্ষক এবিএম সালেম প্রমূখ।