বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যন্ত্রসঙ্গীর পরিচর্যা

88423f970b697fec1f2707e01def1376-8-300x450ডেস্ক রিপোর্ট : ট্যাবলেট, কম্পিউটার ইত্যাদি কাজের জিনিসগুলো নিয়ম করে পরিষ্কার করা চাই। মডেল: মুন, ছবি: নকশাকম্পিউটারে কোনো গোলমাল হলেই নাকি রিস্টার্ট করতে হবে! স্রেফ মজা করে বলা হলেও কখনো কখনো এই পরামর্শ কাজেও লাগে বটে! তবে শুধু এটুকুর ওপর নির্ভর করে তো এসব প্রযুক্তিপণ্য ব্যবহার করা যাবে না। বিশেষজ্ঞের কাছ থেকেই তাই জেনে নিন এসবের যতœ-আত্তি। পরামর্শ দিয়েছেন রায়ানস আইটি লিমিটেডের ব্যবস্থাপক এস এম আরিফুজ্জামান।
যেকোনো পণ্য ব্যবহারের আগে এর সঙ্গে থাকা ব্যবহার নির্দেশিকা বা ইউজার ম্যানুয়াল ভালো করে পড়তে হবে
নির্দেশিকার নির্দেশনা মেনে চলা ভালো
ডেস্কটপ কম্পিউটারের যতœ
কম্পিউটারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ধুলাবালু। তাই কম্পিউটার যে ঘরে রাখা হয় সেখানে বাইরের জুতা বা স্যান্ডেল নিয়ে না ঢোকাই ভালো। ঘরের প্রবেশপথে পাপোশ বিছিয়ে নিতে পারেন।
প্রতিদিন কম্পিউটারের মাউস, মনিটর, কি-বোর্ড, সিপিইউ পরিষ্কার করতে হবে।
ইউপিএস বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন করে সামান্য ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। যেন ধুলার কোনো ছাপ না থাকে।
বাইরে থাকা যন্ত্রের তারগুলো পরিষ্কারক দ্রবণে ভিজিয়ে সুতির কাপড় দিয়ে মুছতে হবে।
কম্পিউটারটি যে কক্ষে আছে সেটি সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন সেখানে কোনো প্রকার মাকড়সার জাল বা ধুলার আস্তর না জমে। প্রয়োজনে ঘরের সিলিং ফ্যানটিও পরিষ্কার করতে হবে।
ভাইরাস, স্প্যাম, ম্যালওয়্যার বা ক্ষতিকারক প্রোগ্রামের হাত থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে। অ্যান্টিভাইরাস সফটয়্যার নিয়মিত হালনাগাদ করতে হবে।
সর্বোপরি যে স্থানে কম্পিউটার রাখা হবে, সে স্থানটি যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
মনিটরমনিটরের যত
মনিটর যেখানে রাখা হবে সে স্থানটা যথাসম্ভব খোলামেলা থাকতে হবে, যাতে করে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে।
মনিটরের পেছনে বাতাস চলাচলের ছিদ্রগুলো যেন কোনো কিছুতে ঢাকা না পড়ে সেদিকে লক্ষ রাখতে হবে।
প্রয়োজন ছাড়া মনিটর চালিয়ে রাখা যেমন উচিত নয়, তেমনি দীর্ঘদিন বন্ধ রাখাও ঠিক নয়।
মনিটরের পাওয়ার এবং ভিডিও কেবল ঠিকমতো প্লাগ ইন না হলে মনিটরের ক্ষতি হতে পারে।
এলসিডি বা এলইডি মনিটরের পর্দায় হাত দিয়ে স্পর্শ না করাই ভালো। কারণ সামান্য চাপে মনিটরের এলসিডি অকেজো হয়ে যেতে পারে।
মনিটর পরিবহন এবং রক্ষণাবেক্ষণে খুবই সতর্ক থাকতে হবে, যেন পরিবহনজনিত ঝাঁকির কারণে এর কোনো ক্ষতি না হয়।
ব্যবহারের পর এটা ঢেকে রাখতে হবে।
চুম্বকজাতীয় দ্রব্য মনিটর থেকে দূরে সরিয়ে রাখতে হবে।
সমতল জায়গায় মনিটর বসানত হবে।
বৈদ্যুতিক সংযোগ দেওয়ার আগে তার বা অ্যাডাপটার দেখে নিতে হবে।
নির্দেশিকায় বলা তরল পরিষ্কারক বা লিকুইড ক্লিনার নতুন ও শুকনো সুতির কাপড় তৈরি করা দ্রবণে ভিজিয়ে কাপড়টি দিয়ে পর্দাটি বাম থেকে ডানে এবং ওপর থেকে নিচের দিকে আলতোভাবে মুছে নিতে হবে। পর্দায় এই তরল সরাসরি স্প্রে করা যাবে না।
সিপিইউয়ের যত
সাধারণত সিপিইউয়ের সঙ্গে বাকি সব যন্ত্রাংশ যেমন: মাউস, কি-বোর্ড, মনিটর ইত্যাদি যুক্ত থাকে।
সিপিইউ থেকে সব তার খুলে সেটির ঢাকনা খুলতে হবে। পাতলা সুতির কাপড় তরল পরিষ্কারকে ভিজিয়ে তা দিয়ে মুছতে হবে। তার আগে পেইন্ট ব্রাশ বা ব্লোয়ার দিয়ে ঝুল ও ধুলাবালু ঝেড়ে নিতে হবে।
সিপিইউ অব্যশই খোলামেলা, ধুলাবালুমুক্ত এবং যথাসম্ভব ঠান্ডা স্থানে রাখতে হবে।
এ সময়ে কম্পিউটারের র্যা ম, ডিভিডি ড্রাইভ, হার্ডডিস্ক, পাওয়ার সাপ্লাই ও প্রসেসরের সঙ্গে লাগানো ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। এসব কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে দক্ষ হাতে করতে হবে।
কোনো অবস্থাতেই সিপিইউয়ের বাতাস চলাচলব্যবস্থা (ভেন্টিলেশন) বাধাগ্রস্ত করা যাবে না। নিয়মিত সিপিইউয়ের ভেতরে ও বাইরে পরিষ্কার করতে হবে। কারণ ধুলাবালু জমে গিয়ে সিপিইউয়ের কুলিং সিস্টেম বাধাগ্রস্ত হতে পারে।
বিদ্যুৎ সরবরাহে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে সিপিইউয়ের যাবতীয় কাজ বাধাগ্রস্ত হবে এবং এর বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হবে। তাই সিপিইউতে সরাসরি বৈদ্যুতিক সংযোগ না দেওয়াই ভালো। প্রয়োজনে ইউপিএস ব্যবহার করতে হবে।
নিয়ম মেনে কম্পিউটার চালু ও বন্ধ করতে হবে। প্রয়োজন ছাড়া বারবার রিস্টার্ট করা যাবে না।
লক্ষ রাখতে হবে যেন সব যন্ত্রাংশ যথাযথভাবে সিপিইউয়ের মধ্যে লাগানো থাকে এবং তাদের ড্রাইভার বা চালক সফটওয়্যারগুলো যেন হালনাগাদ থাকে।
কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল এবং অ্যাপলিকেশন না রাখাই ভালো।
মাউসমাউসের যত
মাউস পাতলা কাপড়, কভার দিয়ে ঢেকে রাখতে হবে।
এর ওপর ভারী কিছু রাখা ঠিক নয়। কারণ এটা খুবই নাজুক প্রকৃতির।
পানির বোতল, গ্লাস, চা, কফি বা অন্যান্য পানীয় থেকে দূরে রাখতে হবে।
মাউসের নিচে প্যাড ব্যবহার করতে হবে।
অপটিক্যাল মাউসগুলোর লাল আলো বের হওয়ার স্থানটাতে এবং এর চারপাশের সব অংশ হালকা কাপড় বা কটনবাড দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আলতোভাবে মুছতে হবে।
অনেকে গেমস খেলার সময় উত্তেজনায় মাউস আছড়ে ফেলেন। এটা করা ঠিক নয়।
কি-বোর্ডকি-বোর্ডের যত
কি-বোর্ড পাতলা কাপড় বা কভার দিয়ে ঢেকে রাখতে হবে।
পরিষ্কারের জন্য প্রথমে আপনার কম্পিউটার বন্ধ করে নিতে হবে। তারপর তা থেকে কি-বোর্ডের কেব্লটা খুলে নিতে হবে।
কি-বোর্ডের ওপরের দিকটা নিচু করে সবগুলো স্ক্রু খুলে ফেলতে হবে। কি-বোর্ডের পেছনের অংশটা সাবধানে খুলে দূরে সরিয়ে রাখতে হবে আর কি-অংশগুলো আলাদা রাখতে হবে।
ক্সবাটিতে হালকা গরম পানিতে সাবান গুঁড়া অথবা তরল পরিষ্কারক দ্রব্য দিয়ে একটি দ্রবণ তৈরি করে রাখতে হবে। এতে ব্রাশ ভিজিয়ে স্ক্রু এবং কি-বোর্ডের কি অংশগুলো পরিষ্কার করতে হবে। এবার অন্য অংশগুলো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এরপর কিছুক্ষণ রেখে দিন শুকানোর জন্য।
সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর তা আবার একে একে লাগিয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে কোনো অংশ যেন ভেজা অবস্থায় না থাকে। তারপর কেব্লটি পিসিতে সংযুক্ত করতে হবে এবং পাওয়ার দিতে হবে।
কি-বোর্ড পরিষ্কার করার জন্য পেইন্ট ব্রাশ দিয়ে কম্পিউটার থেকে কি-বোর্ড খুলে ভালোমতো ব্রাশ করে কি-বোর্ডের কিগুলোর মাঝখান থেকে ধুলা পরিষ্কার করতে হবে।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার