শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বার্সেলোনায় মেসির ১০ বছর

news-image

messi-bercelonaক্রীড়া ডেস্ক : ১৬ অক্টোবর পার হয়ে যাওয়া দিনটি ছিল লিওনেল মেসির বার্সেলোনায় ১০ বছর পূর্তি। ২০০৪ সালের এদিন কাতালান জায়ান্টের জার্সিতে ১৭ বছর বয়সী এক যুবকের ইউরোপ ক্লাব ফুটবলে আবির্ভাব। লা লিগায় এস্পানিওলের বিপক্ষে মাত্র ৮ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন তিনি। তখনকার বার্সা তারকা পর্তুগালের ডেকোর বদলি হিসেবে নামা ১৭ বছর ১১৪ দিনের মেসিই ছিলেন লা লিগার সর্বকনিষ্ঠ ফুটবলার। শুকনো শরীরের মেসিকে দেখে তখন বিস্মিত হওয়ার কিছু ছিল না। স্বাভাবিকভাবে কেউ কল্পনাও করেনি এ শিশুসুলভ চেহারার ছেলেটা বিশ্বকে বা ফুটবলকে কী দিতে যাচ্ছে। ১০ বছর আগে মেসির গড়া সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড বার্সার অপর ফুটবলার বোআন কারকিচ অনেক আগেই ভেঙেছেন। কিন্তু গত হওয়া মাঝের ১০ বছর মেসি যা কীর্তি গড়েছেন, তা কি আদৌ ভাঙা সম্ভব! বার্সায় এক দশকের ক্যারিয়ারে ৪৩৪ ম্যাচ, ৩৬১ গোল ও ২১টি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা। লা লিগা ইতিহাসে সর্বোচ্চ গোল-স্কোরার হতেও আর বেশি বাকি নেই মেসির। তেলমো জারার ২৫১ গোলের রেকর্ড চাইলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সামনের এল-ক্লাসিকোতেই ভেঙে দিতে পারেন তিনি। এজন্য একটি হ্যাটট্রিক চাই এ আর্জেন্টাইনের। এসবের পাশাপাশি চারবার ব্যালন ডি’অরের তকমা জেতাটা মেসির মুকুটে আরও পালক জুড়েছে। বার্সায় মেসির ১০ বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলো ম্যাচের ক্রমানুসারে দেখে নেয়া যাক_

১ এস্পানিওলের বিপক্ষে লা লিগায় বদলি হিসেবে প্রথম মাঠে নামেন মেসি।

৫ বার্সার হয়ে পঞ্চম ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন মেসি। শাখতার দোনেস্কের বিপক্ষে তার চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকও সেদিন।

৯ ক্লাবের হয়ে নবম ম্যাচে প্রথম গোল পান মেসি। লা লিগায় তার প্রথম গোল।

১৬ ১৬তম ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক গোল পান মেসি।

১৮ এল-ক্লাসিকোর স্বাদ পান ১৮তম ম্যাচে। মেসির প্রথম এল-ক্লাসিকোয় জয়ও আসে সেদিন।

৫৭ এল-ক্লাসিকোয় মেসির হ্যাটট্রিক আসে ক্লাবের হয়ে ৫৭তম ম্যাচে। রিয়ালের বিপক্ষে ৩ গোলে পিছিয়েও তার হ্যাটট্রিক ক্লাবকে ৩-৩ ড্র এনে দেয়।

১০০ বার্সায় মেসির শততম ম্যাচটি মোটেও সুখকর ছিল না। ভ্যালেন্সিয়ার বিপক্ষে স্প্যানিশ কাপের সেমিফাইনাল ম্যাচটি ড্র করে বার্সেলোনা।

১৬১ কোনো ইংলিশ দলের বিপক্ষে প্রথম গোল পান ১৬১তম ম্যাচে। ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সে ম্যাচে ২-০ গোলে জিতেছিল বার্সা। মেসির সঙ্গে রোনালদোর তুলনাও সেদিন থেকে শুরু হয়।

১৯৯ এ ম্যাচে লা লিগায় টানা হ্যাটট্রিকের প্রথম নজির গড়েন মেসি।

২০০ ওসাসুনার বিপক্ষে লা লিগায় নিজের ২০০তম ম্যাচ খেলেন মেসি।

২৬২ স্প্যানিশ কাপের ফাইনালে রোনালদোর গোল মরিনহোর রিয়ালকে শিরোপা এনে দেয়। ড্রেসিংরুমে সেদিন কান্নায় ভেঙে পড়েন মেসি।

২৮১ বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে মেসি সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন ২৮১তম ম্যাচে।

৩০০ পেপ গার্দিওলার জন্মদিনে ৩০০তম ম্যাচ খেলতে নামেন মেসি। নিজের উপলক্ষ ও কোচের জন্মদিন জয় দিয়েই পালন করেন বার্সা তারকা।

৩১৪ সব প্রতিযোগিতায় ক্লাবের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও মেসি নিজের করে নেন এ ম্যাচে।

৩২৯ লা লিগায় রেকর্ড সর্বোচ্চ ৭৩ গোলে শেষ করেন মেসি এ ম্যাচে গোল আদায় করে।

৩৫২ বার্সার জার্সিতে এ ম্যাচে গোল করে জাতীয় দল ও ক্লাবের হয়ে ওই বছরে রেকর্ড ৮৬ গোলে শেষ করেন মেসি।

৩৭৩ এ ম্যাচে সেল্টাভিগোর বিপক্ষে গোল করে লা লিগার সব প্রতিযোগী ক্লাবের বিপক্ষে গোল করার কৃতিত্ব অর্জন করেন মেসি।

৪০০ লেভান্তের বিপক্ষে নিজের ৪০০তম ম্যাচটিও জয়ে উদযাপন করেন মেসি।

৪১৩ এল-ক্লাসিকোয় দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করার কৃতিত্ব অর্জন করেন মেসি ৪১৩তম ম্যাচে। সঙ্গে এল-ক্লাসিকোর সর্বোচ্চ গোল স্কোরারও হন তিনি।

৪৩২ বার্সার জার্সিতে খেলা গত ম্যাচে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪০০ গোল করার অনন্য নজির স্পর্শ করেন মেসি।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা