আর্জেন্টিনার ফুটবলারদের কাণ্ড!
ক্রীড়া ডেস্ক : চলছিল ফুটবল খেলা। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে তা রূপান্তরিত হয় বক্সিংয়ে! অতঃপর ১২ জনকে লাল কার্ড দেখান রেফারি।
শুধু তাই নয়, খেলাটিও বাতিল করতে হয়েছে। খেলোয়ারদের নিবৃত করতে ডাকতে হয়েছে দাঙ্গা পুলিশ। ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার তৃতীয় স্তরের একটি ম্যাচে।
জানা গেছে, লাল কার্ড খাওয়ার পর ডিপেরটিভো রোভা ও কিপোলেটির খেলোয়াররা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদের নিবৃত করতে ডাকা হয় দাঙ্গা পুলিশ। তাতেও কাজ হয়নি।
অবশেষে মোট বারো খেলোয়ার লালকার্ড পান। খেলা বাতিল ঘোষণা করেন রেফারি